Khoborerchokh logo

গাজীপুর মহানগরের ৫৭ ওর্য়াডে করোনা আক্রান্ত অসহায়দের পাশে দাঁড়ানোর ঘোষনা দিলেন যুবলীগ নেতা,তৌহিদুল ইসলাম দীপ 214 0

Khoborerchokh logo

গাজীপুর মহানগরের ৫৭ ওর্য়াডে করোনা আক্রান্ত অসহায়দের পাশে দাঁড়ানোর ঘোষনা দিলেন যুবলীগ নেতা,তৌহিদুল ইসলাম দীপ


রেজানুর ইসলাম,গাজীপুর।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের তান্ডবে দিশেহারা“মহামারির”এই আপদকালীন সময়ে আবারো নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম দীপ। তিনি গাজীপুর মহানগরের ৫৭ ওয়ার্ডের যেকোনো স্থানে করোনায় আক্রান্ত অসহায় রোগীদের বিনামুল্যে বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার ঘোষনা দিয়েছেন।করোনায় আক্রান্ত যেসকল রোগীর কৃত্রিম অক্সিজেন প্রয়োজন হবে তাদের অক্সিজেন সিলিন্ডার সেবা দিতে ৭ জুলাই থেকে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে তা বাড়ি বাড়ি পৌঁছে দিতে যুবলীগের কর্মীদের প্রস্তুত রেখেছেন।যারা এই সেবা নিতে চান তাদের জন্য একটি হটলাইন চালু করেছেন যার নম্বর ০১৭১৩৬০৪৯০৪ 
তৌহিদুল ইসলাম দীপ জানান,বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ভাইয়ের নির্দেশে বিনামুল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সেবা চালু করেছি। তিনি আরও বলেন, করোনা মহামারির বতর্মান যে অবস্থা তাতে ত্রাণ সহায়তার পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ অত্যন্ত জরুরি কারণ,অসহায় দরিদ্র মানুষের পক্ষে বতর্মানে যেখানে পরিবারের খাবার যোগার করাই কষ্টকর সেখানে পরিবারের  মুমুর্ষ করোনা রোগীর চিকিৎসার অত্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করা অনেকের পক্ষেই সম্ভব নয়। তাই যুবলীগের পক্ষ থেকে এই সেবা দিতে উদ‍্যোগী হয়েছি। 
তৌহিদুল ইসলাম দীপের এই মহৎ উদ‍্যোগ সম্পর্কে সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে দীপের এই উদ‍্যোগ নি:সন্দেহে প্রশংসার দাবীদার এবং সমাজের বিত্তবানদের দল মত নির্বিশেষে এই মুহূর্তে দীপের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অসহায়  মানুষের পাশে দাঁড়নো উচিৎ। কারণ মানুষ মানুষের জন্য।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com